সুজলা সুফলা শষ্যের বাহার
এই রূপ বাংলার,
জুড়ি মেলা ভার তাঁর অলংকার
যেন গল্প রূপকথার।
মেটো পথ ভেজে বর্ষণে
কাদা মেখে চলে
স্বপ্ন হাওয়ার বকুল বসন্তে
আঁকা বাংলার রূপকে।
তোমার স্নেহের অমৃত পানে
বাঁচিয়েছো তোমারই আঁচলে,
জন্ম আমার ধন্য হবে
পূর্ণ সেবা করে।
দেশের মাটি পরিপাটি
দেশপ্রেমিদের তরে
সোনার ছেলের প্রাণের হুতি
ঊনিশ ও একুশে।
আমার সোনার বাংলা,শুধু
ভালোবাসা তোমারই জন্যে,
জন্ম দিয়েছো তুমি মা'গো
মরি তোমায় ভালোবেসে।