অভিশপ্ত যুব সমাজ আশক্ত মাদকে
অসময়ে হারায় প্রাণ বিষাক্ত দংশনে,
মাদক ঢুকেছে স্বতন্ত্রে প্রতিটা ঘরে
অস্থিরতার ডঙ্কা বাজে মিলন সাগরে।
জীবনটা নয় শুধু ক্ষণকাল মাত্র
সমাজে তরুণ তুমি অবহেলার পাত্র,
আবেগ মোহে নেশার পথে ছুটো
মাতাল হয়ে এ কেমন মহাসমারোহ।
ইয়াবো, গাঁজা দেশে ঢুকছে আদ্যাবধি
কলেজ পড়ুয়া আজ তার শিকারী,
নির্ঘুষে রণডঙ্কায় চলে মাতলামি যথারীতি
যুবার নাশে বিস্তার মাদক ব্যাধি।
নগর বন্দর মহাবিশ্বে করছে তোলপাড়
মাদকের আগ্রাসী ছোবলে হয়েছে ওপার,
বিচলিত অভিভাবক মরণপারে সন্তান তাঁর
নিছক মায়াজালে তুমি আবদ্ধ হায়নার।
হে যুবক পাশে দাঁড়াও মানবতার
শুনো শোকাহত আর্তের করুন আর্তনাদ,
শক্ত হাতে ভাঙো অশুভ হাত
মায়ের সম্ভ্রম বাঁচাও,হে দুর্বার।