স্বাধীনতা তুমি শীতের শেষে
পাতা ঝরানো পশ্চিমা বায়ু।
হৃদয় চঞ্চল ধর্মোম্মাদনায় মেতে
নাস্তিক জাগরণের আয়ু।
স্বাধীনতা তুমি বাসন্তী সমীরণ
তোমার ছোঁয়ায় জাগে মন।
নতুন সবুজে ভরা কুঁড়ির মতন
অনাহারীর বিজয় কেতন।
স্বাধীনতা তুমি শ্রাবন্তী বারিধারা
তোমার প্লাবনে হৃদয়ে উল্লাস।
যতসব খড়কুটো শুষ্ক বালুকা
ভাঙে অগ্নিকন্যার আত্মবিশ্বাস।
স্বাধীনতা তুমি চৈত্রের খরতাপ
তোমার ফুলকি উত্তাপে ভরা।
তুমি পুড়ে ভষ্ম করো মঞ্চস্থ প্রতাপ
যে সব ধর্মদ্রোহী স্বভাব নোংরা।
স্বাধীনতা তুমি পৌষ-মাঘের শীত
তোমার স্পর্শে শীতল হয় ধরা।
তুমি কিশোরীর সুরে কোকিল কণ্ঠিগীত
কবির কবিতায় সুর অগ্নিঝরা।
স্বাধীনতা তুমি বৈশাখের বিদ্যুৎ চমক
আলোক রেখার ঝলকানি।
আলোহীনতার আঁধারে দুর্বৃত্তের দমক
অসহায় অগ্নিকন্যার চাহনি।।