বেশ তো হেঁটেছি পথের ধারে ধরে
সবুজ পল্লীর কাশবনে
তাই চঞ্চলতার রেশে জোনাকির আলো মুক্তি দিয়ে
অবাধ্য মন চলল নিয়নের রাজধানীতে;
দেখি বড্ড অবাক করা নিয়ম-শৃঙ্খলা--
আয়াসের নেশায় এখানে প্রতিযোগিতা অহরহ,
নিশি রাতে ঠোঁটের লিপষ্টিকে এতোটা উচ্চ মুল্য!
ততটা সস্তায় বিকে শ্রমিকের রক্তঝরা ঘামের ফোঁটা
এখানে মাতৃত্বের কর্জ মেটানো এতোটা সহজ
যতটা কষ্ট জায়া-সম্ভোগে ঐ রাতে,
যত প্যাটরা বেটারা রমনার বুকে আস্তানা মেলে
আর.....হাড্ডিসারের দল ব্যস্ত ন্যায্য মুল্যের দোকানে,
প্লাষ্টিক পেইন্টের চাকচিক্যে বালু আর সিমেন্টের রসায়নে
ভালোবাসা ও আজকাল হাইব্রিডের মস্তিষ্কে
আর যাটুকু আছে করুণ দশা, কুঁড়েঘরে নাথামা
বারি ফোঁটার মতো আজ তাঁর অবস্থা।
কারাগারে এ..কি M.A,P.h.d হোল্ডার কারি-
ফটকের শেকল গুনছে,আর খোলা আকাশে কিবা বিচে(beach)
ব্রা-এর হুক খোলছে ছাড়পত্রের অধিকারী।
রাজপথ....রঙিন চশচায় অন্ধ কিছু তারুণ্য গোষ্টি
হায়া-হুরমত ছিড়ে ব্যস্ত বিসর্জনে নর্দমার জলে
তাচ্ছিল্যের ব্যেগে রুদ্ধ তাঁর হাড়-মেহনতের সৌ-ভাগ্য,
আমি আশ্চর্য্য,অনিমেষ নেত্রে দেখি এ কেমন প্রশ্ন চিহ্ন
ভাগ্য ললাটে ঝুলন্ত।।