নব প্রজন্ম চত্বরে আমি
দাঁড়িয়ে আছি হাজারো জনতার ভিড়ে।
দৃঢ় প্রতিজ্ঞ আমি;এসেছি বিচার পেতে
অন্যায়,অবিচার,ব্যবিচারের প্রতি
তাই হাসতে শিখেছি কাঁদিনা আমি,
শেয়াল,কুুকুর,শকুনের ফেলে রাখা কঙ্কাল
মা-বোনদের স্মৃতির আর্তনাদ চোখে যদি ভাসে,
আরও ভাসে অশ্রু জলে
গোলা ঘরে প্রতিটা ধান মহাজনের ঋণে,
নগ্ন সতীত্ব খিল খিল হাসির শোরগোলে
আবদ্ধ ঐ নিষ্টুর আগ্রাসনের জালে।
দৃঢ় প্রতিজ্ঞ আমি; এসেছি বিচার পেতে
জাতিয়তাবাদী ভাষনের ডাকে
আমি এসেছি সাড়া দিতে,
মরছে দিকে দিকে লাশ কাটা ঘরে
কুরিয়ারে বিলাপ যন্ত্রনা লাটে লাটে
সংখ্যালঘুরা জমাট বাঁধে হিমঘরে
সংশয়ে স্তব্ধ নির্জনতা ভুল তকমায় ভোগে
তবে কি সত্যিই মিলে মরিচিকা তপ্ত মরুর দেশে!
চাই বিচার সহসা চিত্তে।
ভয়! শব্দটা হারিয়েছে সেই কবে
বলতে পারি যদিও ফাঁসির দড়ি সম্মুখে।
কবর থেকে শুনতে কি পাও ফাঁসির খবর
জানি হাসতে হাসতে খুশিতে কাঁদছো
দেখো... দেখো চেয়ে প্রলয় বিধ্বংসীর করুন দশা,
ওরে জল্লাদ তুই রাজাকার বিংশ শতাব্দিতে
দেখ ফাঁসির দড়ি নিয়ে এসেছি প্রজন্ম চত্বরে
তোদের ফাঁসি দিতে।