হিন্দু মুসলমান- বৌদ্ধ
খ্রীষ্টান আমি নই
আমি নাস্তিক।
ধর্মের সারমর্ম বুঝে হতে চাইনি আস্তিক,
দুরারোগ্য ব্যাধি, ধর্মান্ধ ব্যবসায়ী পরকালে বিশ্বাসী
হতে চাইনি ভাড়াটে গোলাম,মানিনা অযথা আহ্কাম
সৃষ্টির মনগড়া গালগল্প
মানুষ পৃথিবীতে শত খণ্ড
অজানা শক্তির নামে অযথা রক্তপাত
ধর্মান্ধরা জানে লোভ ঘৃণা সংঘাত।
ওরা দায়ী আজ ,বিভাজিত ঈশ্বরে
যত অনাচার আজ জায়েজ স্বীকৃত
বলে ধর্মান্ধ, হাদিসের পাতা চুষে চুষে
হুর শুধু পুরুষের জন্য, স্ত্রী বুঝি অন্যের সামগ্রী
মিথ্যা গুজব ভণ্ডামিতে লিঙ্গে ধরে মাইনাস শেষে,
হালাল তাঁর সিজদা,দুস্তের কান্না গিলে
মাতাল হয়ে মসজিদে গেলে জরিমানা দেবে।
বিষাক্ত ভাইরাসে নিস্তব্ধ নিশুতি
বিরামচিহ্নের রেসকোর্সে দমেমরা সব প্রতিযোগী
কাল্পনিক ঈশ্বরের মনগড়া শ্লোকে
ইহকাল ছেড়ে
পরকালে বেহেস্তের স্বপ্ন দেখে
স্বর্গে উঠার সিঁড়িটা রঞ্জিত লোহিত স্নানে।
ওরা হুর লোভে কোরবানী দেয় অন্য জনের প্রাণ
পাথর সম্মুখে পূজো দেয় সেবা-থালা,আছে সজ্ঞান?
তাই রুদ্র ঈশ্বর,কেন জানেন----
"জীবে প্রেম করে যেইজন
সেইজন সেবিছে ঈশ্বর"
আর ধর্ম,অতঃপর পরিণত হেমলকে!