আজও শেকলে বাঁধা শতাব্দীর পর শতাব্দী
বড় হতভাগা তুমি,কত আয়োজন কত রচনা
কত নাড়ী ছেড়া ভুমিষ্ট অভাগা
ব্যস্ত তোমায় নিয়ে উৎসব মেজাজে,
বিশ্বায়নে যত মশগুল বহুকোষী বুদ্ধিজীবি।
এ কোন খুশির জোয়ার বইছে গো তোমায় নিয়ে
যেথায় নির্যাতন মাপ-কাঠি হারায়
চলে শোষণ অহরহ,বিভেদ বিষে শান্ত সমাজ আক্রান্ত
যুব সমাজ গলে পড়ে বহিরাগত চাকচিক্য
আধুনিকতার মালাজপে আবাল-বৃদ্ধ-বণিতার দল,
প্রসাধনে চলে অপসংস্কৃতির চেষ্টা করে
বিজ্ঞ মহল ব্যস্ত পঁচা-গলা রাজনীতি নিয়ে
কিবা কোন চা-ষ্টলে অকারণে শুকনোটা ধরে
অশ্লিলতায় নিজ সত্তা ভুলে আজও পণ্য তুমি আমি
যত দুর্নিবার দাস-দাসি।
হে ঈশানবাসী,জেগে তুলো মন্থর বন্ধ জ্ঞানচক্ষু আজি
দেখো ঐ দিগন্তে পুড়ে মায়ের আকুতি
কে ধরাবে ফাটল,দেখে নেবো আমি
কেন বিদেশী তকমায় জর্জরিত অহর্নিশি
হাসিস নারে ও অবুঝ মন, যারে তুই ভাবলি নিজ
ও যে নিতান্ত এক নিষ্টুর শিকারী
পর নয় আপন রে ভাই
তুই আজও ভুলের বশবর্তী।
বড় উদ্যম ছিলো তোর পূর্বজ
ওরা মিলনের ঘাটে তৃষ্ণা মেটাতো
আজ তোর কি হলো!
এগারোটি প্রাণ বিদ্ধ বুলেটের আঘাতে
অক্ষত আজও ঐ ষ্টেশনে
পরিণত ১৯৬১'এর ১৯ শে মে ইতিহাসে,
জাগো রে ঈশান, জাগো একবার
জাগ্রত হোক লোহিত শিখা
আবার শুনিবে জগদ্বাসী
ঈশানের শঙ্খ-নিনাদ ধ্বনি।