একুশ তুমি রক্তে রাঙানো
বাংলা বর্ণমালা,
প্রহৃত বুলেটে বিদ্ধ হলো
ঐ সোনার ছেলেরা।

আমি কি ভুলতে পারি, মা'গো
তোর দামাল ছেলের কীর্তি,
কৃষ্ণচুড়া লাল যে হলো
সেই লোহিতে আজি!

একুশ তুমি বাংলা মায়ের
উন্নত মম শির,
দিকে দিকে ব্যজন ধ্বনিতে
প্রভাত ফেরির মিছিল।

রফিক,বরকত,সালাম হতে
চায় যে মন সতত,
বাংলা তোমায় ভালোবাসি
তাই শিখাই,অ আ ক খ।

একুশ তুমি বজ্র কন্ঠে
সুরের অলঙ্কার,
বিশ্ব ভুবন বিস্ময়ে দেখে
বাঙালির অহংকার।

"আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলতে পারি
আমি কি ভুলতে পারি"।
*************************