আমার চিন্তার ব্যারাক আজ অস্থির মগজে
গিটার বাজায়
তাচ্ছিল্য টা টেষ্ট টিউবের রসায়নে দু-হাত তুলে
বলে প্রেজেন্ট স্যার,
মায়া কান্নার নিয়ন শহরে গলাটিপে আত্মবিশ্বাসের
পাজর-হীন বক্কে প্রেমের অঙ্কুরণ শুধু পথনাটিকার
কোন এক কারেকটারের অভিনয়।
জাত-পাতের মেলায় দাহিত মুল্যবোধের প্রতিটা স্তবক
তীব্র হতে থাকা জিগীষার পদতলে
ভালোবাসা হয় অাকারহীন নিরাকারে,
বিমূঢ় চিত্তে বহিঃপ্রকাশ ঘটে বিবেকের অর্থহীন সংলাপ
অভালাষী নয়ন যুগল চালায় স্নেহশীলতার বস্ত্রহরণ
তবে আর কত বুদ্ধিজীবি কালি ফুরাবে
রাজপথের কুকুর শেয়ালের সঙ্গম লিখে।
যদিও প্রখর দ্বিপ্রহরে নগ্ন শাওয়ারে গাও মানবতার গান
চির ধরে বিশ্বাসের মন্দিরে, পচন শুরু প্রায়.......
ব্যালি ডান্সের দোলনায় মিলে আদিমতার পূর্ণ নিদর্শন
ছুটে চলে এইচ আই ভি'র কীট আভিজাত্যের ফ্ল্যাটে।
যদিও পথিক সন্ধ্যা সুরের টানে
বাস্তবে জলঢালি আশার প্রতিটি শেকড়ে
কাজটা আমার তুলে আনা পশ্চাতে যে
আমিও কমরেড নতুন একাদশে।