কে আছো দেবে স্বাধীনতা
নেই কোনো লোভ লালসা
আছে শুধু স্বল্প বাসনা
গড়তে চাই সুন্দর বসুন্ধরা।
আজ মস্তকে ঝড়ের মুকুট
ত্রিশূণ্যে খাড়া কেবল প্রতিকূল
দিশেহারা আমি অস্থির ব্যাকুল
এ কেমন সাম্যের সুর?
মরছিস কেন তুই জাত্যভিমানে
কি আছে জাতের বড়াইয়ে
অমিল ধরাস নে লোহিত বর্ণে
দুদণ্ড বাঁচতে চাই ধরাতলে!
হে স্বদেশ,হে মানুষ,হে ন্যস্ত-শাসন
নাগরিকপঞ্জি নবায়নে হেনাস্থা অকারণ
চাই সঠিক বিচার সু-শাসন
চলছে বাঙালির লাগাতার দংশন।
বিদেশী তকমায় ভয়ার্ত অহর্নিশি
ঈশানে আজ শত্রুর পদধ্বনি
ব্যাকুল কণ্ঠে অশ্রুর জলাঞ্জলি
দেখো বিবেক শরশয্যায় বাঙালি।