কবিতা:-- আমি তো নাস্তিক!
আনোয়ার জাহিদ
তাং:-- ৩০/০৬/২০১৮ ইং
******************************
শিরোনাম দেখেই সন্দিহান সব মানসপট
চক্ষুশূল হলাম নামকরণে তাঁর
প্রয়োজন নেই সেই কর্তব্য পালনে
যেথায় রাজনীতি চলে ধর্ম নিয়ে,
জানিয়েছি শত ধিক্কার
কলুষিত যাযাবর অদূর্শ্য ধর্মকে।
ডেকে আনবো ব্যজন বিধ্বংসী তাদের---
যারা ধর্মের পাতায় পাতায় গোপন রাখে
আত্মসাৎ এর বাসনা,আর ভণ্ডামি;
গুম-হত্যা করে নির্বিঘ্ন জীবন খুঁচিয়ে খুঁচিয়ে।
চলে কমিটির রাজনীতি,তারা মসজিদ নিয়ে
ভেঙে ফেল ওর কলুষিত দেয়াল
গেঁথেছিস যারা প্রতিটি ইট,
কি স্পর্ধা!আবার সিজদায় ব্যস্ত কূপমণ্ডূকের দল
ললাটে তার কুলতিলক,কারণ সবল,
লাভ নেই আর ঘন্টা বাজানো মন্দির নামক উপাসনালয়ে
কি হবে ঘুমন্ত দেবতারে জাগিয়ে?
আরে, ঊনি বিরাজিত দুর্বলের অন্তরে,
অন্তর্দৃষ্টি হারিয়ে ব্যস্ত বিভাজনে।
আশীর্বাদ-অভিসাপ কিবা নেই স্বর্গলোভ কল্প-নরকের ভয়
এ যে ইষ্টের নামে শুধু নয়-ছয়।
আমি আস্তিক আমি নাস্তিক নই অমানুষ
হ্যাঁ আমি সব্যসাচী, অমিত বিশ্বাস
চাই স্বাধীনতা,অামি মুক্ত ব্লগার
ডাল খোলা তলোয়ার,
আজান দিয়ে নামাজ পড়ি,মন্দিরে বাজাই ঘন্টি
ভার্সেটাইল জীবন চাই,মানি না কোনো সন্ধি।
আমি দুর্বার ভেঙে করি সব চুরমার
আমি নই নজরুল কিবা রবী
আমি এক ক্ষুদ্র এককোষী
চাই না কোনো সংঘাত,
বলতে পারো আস্তিক কিবা নাস্তিক মোরে
ভয় কিসে----
আমার মস্তক নিত্য নত মানবধর্মের তরে।।
❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄❄
☀সমাপ্ত☀