প্রিয় আলোকে ধরে রাখো
যে আলো বিকিরণ করে সবুজ সমারোহে
আমার আত্মা প্রতিধ্বনিত এবং ফিসফিস করে
খুব ভালবাসা । লুকিয়ে আছে
এই গুহা এবং পান্থশালার মধ্যে।
.

আমার মধ্যে আমি শান্তির স্বপ্ন দেখি
তবুও যুদ্ধ হয়
তোমায় পাঠ করার পর
মা গাইয়া বেড়ায় সন্তানদের বাঁচাও
পাছে তার মরা পড়ে
ক্রোধ উন্মোচন ওহ রেস কোর্স!
ক্রোধের ঢেউ নিস্তেজ হোক
'এই ভারতের মহামানবের সাগর তীরে'।
আমি আশ্রয় চাই এই পুণ্য তীর্থে।
.

আশ্রয় সে ইকো করে অনুনয় বিনয়ে
প্রেমিকের সেই কবে বন্ধ হওয়া
সুস্থ আবেদন।
তবু আমার রবীন্দ্রনাথ আর্কাইভে
সকাল সন্ধ্যে কর্ণসার্ট দেয়
পৃথিবীর সকল মানুষ ভালোবাসুক।।

আজ ২৫শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তীতে আমার শ্রদ্ধাঞ্জলী।