হারিয়ে গেছে সোনালি শৈশব
সোনা মাখা সেই দিন ...
মুক্ত-স্বাধীন ঘুরে বেড়াতাম
মন ছিলো রঙিন ...।
নীল আকাশে উড়াতাম ঘুড়ি
ঘুড়াতাম লাটিম...
নানান খেলায় মগ্ন হয়ে
কাটতো প্রতিদিন ..।
হৃদয় মাঝে কড়া নারে
এখনো সেই দিন ..
যে সময়ে শিখতাম আমি
অ ,ক,এক, দুই, তিন...।
সত্যি বড়ই মিষ্টি ছিলো
শৈশবের সেই দিন ...
দুরন্তপনার অবুঝ মন
ছুটতো বাঁধাহীন ...।
স্বপ্নময় এই পৃথিবীর
লাগতো সব রঙিন ..
কল্পলোকে মন ভাসাতাম
চিন্তা ভাবনা হীন ...।
বড্ড বেশী মনে পরছে
সেই সোনালি দিন ..
স্মৃতির পাতায় শৈশবের ঠাঁই
হারাবার নয় কোনদিন ...।
--------(07/08/2015 ইং)-----