মনটা যেন মরা নদী
  নেইতো চাঞ্চল্যতা..
হারিয়ে গেছে জলের স্রুত
    বুক সুকিয়ে ফাটা ...।
এক সময়ে এই নদীতে
       ছিল জলে ভরা..
ঢেউয়ের তালে নদী ও জল
       করতো নানান খেলা...।
জল হারিয়ে মরা নদীর
        মৃত্যু পথে চলা...
এই সময়ে জলের অভাব
       বুঝছে নদীর তলা...।
নদীর আশা বুকে আবার
       ফিরবে জলের খেলা..
নদী ও জল হবে এক
        নতুন স্বপ্নে চলা...।
কবে হবে নদী - জলের
       আবার মিলন মেলা..
সেই আকাঙ্খায় নদীর
       এখন অপেক্ষারই পালা..।।
$""""10/03/2016"""$