আমার নয়নে কষ্ট গুলি থৈ থৈ করে-
যেন সন্ধা নদীর ঘোলাটে আষাঢ়ের জল।
এই খানে কানায় কানায় পরিপূর্ণ ভালবাসা
তবু রক্তেরা জমাট বাঁধে চুন সুড়কির মত,
যার জন্য ঘূর্ণিত মস্তিস্কে বেঁচে আছি-
কোথায়? আমার জল কন্যারা কোথায়?
-কোন জগতের হিমালয়ে?
আস্তর আস্তর বরফের তলায় জমাট বেঁধে আছে
ভাল্লকেরা আজও পেয়েছে কি তার সন্ধান।
ছোট বেলা ডুব সাঁতার থেকেই তাকে খুঁজে ফিরি।
সে দিনের কচুড়িপানার ঢিপি
ভেসে গেছে দূর দেশে..................,
হয় তো বা মহিষের দল খেয়ে গেছে।
বরকত মাঝি শূন্যে বসে দেখেতে কি পায়?
তার কবরে ফেলছে ছায়া জোড়া জামরুল।
ওখানে পাখিরা বাসা বাঁধে ডিম দেয়;
বাঁচ্ছা ফুটিয়ে উঁড়িয়ে নিয়ে যায় দূরের কোথাও
আমি শুধু এক বুক জ্বালা নিয়ে চেয়ে থাকি নদীটার দিকে।