এটা কেমন অজানা ব্যাথ্যা, নড়েচড়ে বসে
সব যেন সুঁতা কাটা ঘুড়িটার মত নষ্ট,
নষ্ট করে গেছে আমার রঙিন সূর্য্যালোক।
অবেলায় শুনি স্বর্গীয় ভূতের গল্প।
শরীরের কল কব্জা বিষাদে অসাড় হয়ে আসে
ঝিনুকের মধ্যে নাকি সব টুকু কষ্ট।
বিন্দু মাত্র হারাবার প্রয়াস ছিলনা যার
তার সিন্ধুকে ক্ষত চিহ্ন ছারা কিছু পরে নেই।
হাটে মাঠে গগনে চলছে কষ্টের প্রদর্শনী
এটাই এখন এই সমাজের ¯্রষ্ঠে উৎসব
আমি মৃতের কথা বলছি
যারা ইতি মধ্যে ঝুলেছে বৃক্ষের ডালে।
আমি তাদের কথা বলছি
যারা যৌবনে কাটিয়েছেন একা, সেই থেকে আজ....।
আমি তোমার কথা বলছি
এক দিন আমারে চুম্বনে উঠিয়েছ ঝড়
পাগলের মত দু’হাতে জরিয়ে, আরো কত কি যে.....
আজ সেই ঠোঁটে ঝরে পরে বিষ
যেন নাগিনির মত আসে তেরে।