তুমি সকল মায়া মমতার বাঁধন ছিঁড়ে ফেলেছো
তুমি বুনো হাতির পাল দেখেছো
ওর হিংস্রতা দেখনি,
যদি আর একবার বল আমাকে ভালবাস না...
তবে দেখবে এখনি ।
ঐ কাঁখের কলস আছড়ে ভেঙ্গে ফেলে দেব জল
এই গ্রহটাকে উল্টো দিকে ঘুরাবো ভয়ঙ্কর হবে এর ফল
দোহাই তামোকে আমাকে ছেড়ে যেও না
শরীর নায়ি দাও উত্তাপ দিও না হয় সেও দিও না।
তুমি ভুলেও অপ্রিয় শব্দটি করো না উচ্চারণ
তাহলে হৃদয়ের স্বপ্ন নয় ভাসবে রক্তের তােণ,
এর পর গাড়ি চাপায় যে মরবেন সে এক প্রেমিক
মিছিল মিটিং ছাত্র-ছাত্রিরা প্রাথমিক মাধ্যমিক-
জনবল মনবল মিলেমিশে মুখরিত প্রতিবাদ ।
হঠাৎ গর্জে উঠবে সরকারি বুটের ধ্বনি সম্মুখিন আঘাত
দুই হাজার আটের ঘুর্ণিঝড় কবলিত পাখির মতোন
রোদের সকালে অসার স্তব্ধ পথে পড়ে থাকবে যারা
তারা সবাই বিজয়ী হবে হবেন জীবন হারা,
শোন তোমাকে খুব ভালবাসি নাই বলেই এতো কষ্ট হয়
তবুও যেটুকু বেসেছি তাতেই জীবন বিসর্জন দেয়া যায়।
১৮/৮/১৫ রাত ৩.৩২ মিনিট।