যে আগুন জ্বলে দ্বিগুন এখন সন্নিকটে দাবানল
হৃদয় পদ্ম মুকুল ঝরিয়া পরে শূন্যে নয়ন জল,
শুকায় রদ্দুর উড়ায় শিমুল মরমর ধ্বনি।
যাহা তার চুরমার এমন প্রেমের ঘূর্ণি
বুকে সে তুমি বেধিয়া নিলে ভাঙন তীরের অঙ্গ
বারবার যারে রাঙায়েছো চোখ সে দেয় পরম সঙ্গ।
দিবানীশি গড়া সংসার ভাঙ্গিয়া পরে নিত্য
ভালবাসা কাহার অহেতুক মরে সন্দেহ তলে পিষ্ঠ?
অবুজের মতন খেলায় মাতো নিজেকে দেখিয়া শেখ
মনের অনলে আর কেবা পোড়ে, তুমিই আঙ্গার দেখ
কপলে ঢেউয়ের আঘাত হানিয়া মগজ ধোয়ালে যত
শিশির মাখা প্রভাতে, বেওয়ারিশ পিতলের মত।
নদীর যেমন মোক্ষম বিচার ভাঙে গড়ে কত
যতই দূরে রাখিতে চাও পাশে পাও তত
তোমার ব্যাথায় পাহিয়া ব্যাথা কাঁদিতেছে সে তো।
রাত ১০.৪৫ মিনিট ৮/৮/২০১৫।