সারা গায়েতে জুরিয়ে মন প্রাণ
এক ফালি রদ্দুর মাখানো বৃষ্টি,
উঠোন জুড়ে হাঁসেরা করে খেলা
কাকভেঁজা শিশুটির পরে দৃষ্টি।
বাড়ে জলকাঁদা মাখা উম্মাদনা
চিবায় ঘাস বনের প্রেমিকেরা,
তরুলতা বৃক্ষরাজিকে দেখ না
চারদিকে থৈ থৈ দেশটা যে ঘেরা।
যৌবন ভরা এই বর্ষার মাস,
জোয়ানেরা চুপ অলস দুপুর
ঘরের কোণে হাতে নিয়ে তাস।
চোখের কাজল কাছে পেল নদী,
শ্রাবণ ধারায় পাশে থকো প্রিয়া
আনন্দ বারি তোমার ঝরে যদি।
বৈদেশি যেও বাংলার পথ দিয়া
ভিজে হলুদিয়া টিয়া বুলবুল,
ছাত্রী সকল মাড়ায় স্কুল পথ
সিক্ত মেঘ যেন পাগলির চুল।
গগনে ঝিলিক বুঝি বার্তা রথ?
ভিজেছে রবি ভিজিব আমি আজ
মাথায় উঠুক আছে যত কাজ।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৯ ।