ওরা বাঁচতে চায় বলে রাজপথ ফুটপাত পার্টি মঞ্জিলে মরে,
আমি জানি না তো দেখিনাই কোন দিন
রক্তের বৃত্ত শূন্যে উড়তে।
দেখেছি রক্ত মাখা কাশ ফুল
শালিকের ঝাঁক বিদির্ণ ব্যথায় কাঁদতে সন্ধার ক্ষণে
জেনেছি পায়ের ছাপে ছাপে মৃত্যুর চলন
হুইলচেয়ার চেপে বসানো মানুষেরা জানে না
কোন পাখিটি কখন শোনাবে শোক সংবাদ।
দেখিনি ফেলানির আর্তনাত রাজনের দীর্ঘশ্বাস
শেখ মুজিবের সশব্দে শেষ নিম্বাস
বুঝিনা কোন কামান বারুদ অগ্নি মৃত্যু কুপ
শিশু কিশোর বৃদ্ধ, মানি না এমন মহৎ ত্যাগ
শোন না মা, মা গো
আমি শুধু বুঝি ওরা মৃত্যুর মিছিলে ক এক শত মানুষ।
২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:০৬ মিনিট।