এ ঘর যে আলো শূণ্যতায় জর্জরিত
মুখরিত,
সম্মুখে কোথাও থাকে না আমার প্রিয় মুখ
জেনেছি দেখে আঁধার পেয়েছি স্তদ্ধতা
শয়ন বিঘ্নতা,
জেনেছি আমার
দিনের ব্যস্ততা পেরিয়ে রাতের গভীরেই সুখ ।
ঘুম কে চশমা বানিয়েছে কত কবি,
এঁকেছে শিশির মাখা সাদা নীল গগনের ছবি
কবির কবিতা যেন অমাবশ্যার কোলাহল ।
পথ হারিয়ে সঠিক পথ কাঁটাবনে জোয়ানেরা এক দল
শরীর ঘাম ও গন্ধ কালো শাড়ি পরে থাকে
কখনো বা মশা মাছি ডাকে।
এ কীটপতঙ্গ কোথা হতে এসে গেল মিশে?
প্রথম ছন্দের গলাগলি ভালবেসে। বিষে
প্রথম নারী চঞ্চল হয়ে ওঠে কলম কালিতে
প্রথম শিশুর পুতুলের ঘর মাটি ও বালিতে
প্রথম লেখার ছেঁড়া কাগজের পাতা ভুরি ভুরি
প্রথম কবিতা কবিদের নিত্য সে স্মৃতির ঝুঁড়ি।