এভাবেই ভেঙ্গে যায় খেলা ঘর।
যেইখানে দেখি মেঘের আরতি
ছুটে যাই ধরিতে আলোক মূর্তি
সে স্থানে দখি না কিছুক্ষন পর,
এভাবেই ভেঙ্গে যায় খেলা ঘর।
কত কল্প .. পথিক লিখেছে গল্প
গুঞ্জরিত ঘুঙ্গুর শুনে হেঁটেছে
সুখ পাবে বলে পয়েছে শ্মশান।
আসেনা সুদিন বিধাতা পাষাণ?
সে নিজেই করেছে.. যা ক্ষতি তার
এভাবেই ভেঙ্গে যায় খেলা ঘর।
নিরবে নিভৃত্তে গৌরবে মিলন
নবজাতক-কে মধু আমন্ত্রণ;
সে জন্মে, আসে শৈশব, ছোট বেলা-
পেরিয়ে বসাল যে যৌবন মেলা।
হলো কিশোর, জোয়ান, হলো বৃদ্ধ-
জনতার মত কিনারে ক্রেতার
পাঠকের মত সমাপ্ত পাতায়
ইতি টেনে জীব আত্মা চলে যায়;
থাকে না আপন থাকে না যে পর
এভাবেই ভেঙ্গে যায় খেলা ঘর।
১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৪