অলংকারে মাটির মূর্তিরে লাগে বেমানান
ভীনদেশি সাদা মানুষেরা শোন পেতে কান
আমার ঘরে আঁধার যেন শুকরের পাল
আমিই রাখাল।
চুল ভর্তি লুকানো পূর্ব পুরুষ নির্বাক তোলে হুংকার
কার জন্য বেদনা বিভোর এই আঁখি
সে বুঝি পরিচালক পাখি,
কাঠঠোকরা, কাট কাট বলে দেয় চিৎকার।
বউ কথা কও ইস্টিকুটুম আমি প্রিয় তার
ব্যাথা জানাবার।
শান্তনা ভরা সে কন্ঠে ঘেউ ঘেউ করে বন্দি পশু
আমি বুঝি সেই কবেকার নির্বোদ শিশু?
ছিলনা এমন আমার অগোছাল সংসার
ছিলনা এমন দিন
যার জন্য এই নির্ঘুম থাকা তার কাছে বেড়ে গেল ঋণ।