আমি মরেও অমরত্বের সুখ নেব
আমার ভিতর আছে যা কিছু, বিলিয়ে দেব
বিলিয়ে দেব’ বনের এলেবেলে নৌপথের মত,
বৃদ্ধার হব হাতের লাঠি।
আমরা শান্তির প্রতীক উড়াব, প্রতিবাদী হব
আমি মরেও অমরত্বের সুখ নেব
দূর যাত্রার ষ্টিমারের মতই
বহন করব জন্মান্ধের অটুট বিশ্বাস।
দারিদ্রের সীমানা পেরিয়ে নিয়ে যাব
সকলেরে
পথে পড়ে থাকা সোনার সে মুখ- অনাথেরে;
পতিতার আশয়ের গোপন সে ব্যাথা হব।
আমি মরেও অমরত্বের সুখ নেব
যার সৎ মতাদর্শ আমি তার।
ও রে নব জোয়ানের দল
নাই পিছুটান কোন বাড়িয়ে মনের বল।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৭