আমার সাথে যোদ্ধা হ মা দে মাথায় গামছা কষে
দেশের জন্য ফুল ফোটাব দেশের জমিন চষে।
আমি তোমার বীর ছেলে মা দেখিস কেমন লড়ি,
দিসনা কোন রক্ত কসম মা তোর চরণ ধরি।
দেখতে দে না মৃত শরীর মারল কেমন করে ?
ভাংছে মাথা নিচ্ছে প্রাণ বোধহীনেরাই হু হুংকারে।
আঘাত দিতে তাদের বুকে, বিদ্রোহ কলম ধরি-
তবু যে ওরা অস্ত্র হাতেই ধৈর্য সিমা দিচ্ছে পারি
সবুজ ঘাসে রক্তমাখা সজন হারা আহাজারি
আমি যে তোর বীর ছেলে এ সব কি সইতে পারি ?
এই দেখ মা মারল বোমা গর্ভবতীর ঐ বুকে
বনের পশু নদে ঝিনুক কাঁদল করুণ শোকে,
ওদের পথে ফেলব বাধা ভয়াবহ শত্রু জানি
একাত্তরের নারীর মত শক্তি দে একটু খানি।
ভাংব গিয়ে শক্ত ঘাটি এক হয়ে স্ব দূরসাহসী
যেতে দে মাগো ঝড়ের মত রোদ হয়ে ফিরে আসি।
৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৯