মধুলতা,
জয় জুয়ারি যত খেলা খেলবি আয়
রক্ত দিলাম রিক্ত হাতে প্রেমের দায়
যেন শাবক অন্ধ শিশু ছিকল পায়
চেয়ে দেখবি এই প্রাণ কেমন যায়।
মধুলতা,
আমি অবাধ্য নই খই ভাজার পাত্র
ধানবিহীন শুন্য রেখে পোড়াবি মাত্র
তোর বনের ব্যঞ্জনারে দেবনা গোত্র
আমি কি আর জানি সেই ব্যাথার মন্ত্র।
মধুলতা,
দিবি যখন দুঃখ দে না মনের মত
খুব মসৃণ শান্ত মৃধু নখের ক্ষত
তুই যেমন। ধৈর্য ধরে থাকবি কত
তোর হৃদয়ে চাচ্ছে যা তা পারিস যত।