সাপ নয় বিষ প্রিয় মানুষের মাঝে এক জন আমি,
ভয়কে আর ভয় করি না শোন জীবনের থেকে মৃত্যু দামি।
ঘাঢ় আঁধারে শ্মশান পিছু ফেলে অরণ্য দিয়েছি পাড়ি
লোকালয় জানাশোনা অবয়ব ছাড়ি,
আমি জেনেছি সকল চিনিতে চিনিতে
তোমরাই স্বাদের পাঁচফোড়ন
তবু এক ছিটে বিষ হলে যে দারুচিনিতে।
মায়াময় এই পৃথিবীর অবহেলা ভয়াবহ সত্য
এই যেন পেয়েছি জীবন জল শামুকের
দিয়েছে সকল আঁধারের তথ্য।
এক জন্মের কষ্ট বুকে লয়ে, বাসি কদম যেন
সভ্যতার সমাধি ওপর ছড়িয়ে ছিটিয়ে
মোহনার গাঙচিল, কাগজের নৌকাটির মত
একলা থাকার স্বাদ লয়েছি মিটিয়ে।
আমাকে তোমরা ক্ষমা করো
বৃক্ষের ছায়া বৈঠকখানা নিথর নদ-নদী,
এই বেদনাবহ দৃষ্টিতে কিছু ঋতু হবে ভ্রষ্ঠা।
আমার সাথে এমন ঘটে দ্বিতীয় যদি
যদি আবার জন্মাবধি শান্ত ঝড় অশান্ত হয়ে ওঠে কখন-
অবিশ্বাসের একটি জলোচ্ছ্বাসে,
ভেসে যাবে প্রেম নদী ঘাট
এক রমণীর প্রেমাঘাতে
সপ্নে ভরা বুক হয়ে উঠবে চৈত্রের ফাটা মাঠ।
(২৮/৫/২০১৫)