জন্ম ও মৃত্যু
মধু ভরা কত ফুল ফোটে ঝরে যায়
বিশৃঙ্খল বাতাসেরা তার গন্ধ লুটেপুটে খায়।
পাপড়ি যে শুকিয়েছে, গাছ মরে কাঠ-
আমার সে কাননটি পূর্বে যেমন ছিল তেমন পুনরায়।
আমার এ ঘর ছিল দুপদুলা আলোতে মুখর,
খাঁচা বন্ধি পাখি দিলে ছেড়ে সে ফিরত ক্ষণ পর
ঝন ঝন বাজায় বাসন কাপায় আমার ঘর.....।
ঝড়,
ঝড়ে পরে ঘর আমার উড়ল নিরুদ্দেশে
ফিরল না রে পাখি বনকে ভালবেসে,
এ..ঘরের ইঁদুর ছারপোকারাও গেল নতুন ঠিকানায়
ভিটামাটি যেমন ছিল পূর্বে তেমন পুনরায়।
দুই হাত তুলে দোয়া চাইলেই পাই টাকা ভুরিভুরি
স্পর্শ করে মাথার চুল করুনাময় হাত অথবা হাতুরি
চেয়ে থাকি কথা না বলা অবুজ শিশু হয়ে যাই।
খুঁজলে পাই নিজেকে শান্তনা মেঘের ডাক
হৃদয়ের অক্ষুন্য পাত্রটি শুন্য পরে থাক
জীবন চক্রটি রীতিমত দেহের যৌবন ছিড়ে খায় ?
এই আমি যেমনটি জন্মেছিলাম তেমন হব পুনরায়।