এই কাঁদা মাটি জল
সবুজ দুব্বার বিছানায়,
শুধুই রক্তের গন্ধ।
শিশুর মুখে
মায়ের বুকে
শুধুই রক্তের গন্ধ।
এ মাটি প্রেমিক নিরলস
শ্রমিকের রক্ত
কুলি চাষা
কেরানির রক্ত.........।
রক্তের ওপরে তোমাদেরই পায়ের ছাপ,
মাংসাশী প্রাণিরা
মুখ লুকায় লজ্জায়।
মানুষ যে হিংস্র প্রকৃতির
গর্জনে গর্জনে ওদের ধিক্কার।