সুখ, সে তো বড় এক অসুখের নাম!
সুখ আর প্রেমের লালিত জলসায়
যদি একবার টান পড়ে বন্ধনের সুতায়
আর যদি খুলে যায় হৃদয়ের নোঙর
সুখের তরী দেখে না আলোর ভোর।
সুখ, সে তো বড় এক অসুখের নাম!
হয় তো তোমাদের বুকে সমুদ্র এক,
হিমাঞ্চল প্রদেশিক অভিশপ্ত বরফের কান্না
কেঁদে যায় ব্যথার তিমি পাঁজরের উপর
যে করুণ সুর বিরাজমান হাজার বছর।
সুখ, সে তো বড় এক অসুখের নাম!
কেউ কেউ সুখী হয়, হয় না হাজারো এমন।
এমন কতো আছে চেনা জানা আমার মতোন,
গোপন কালবৈশাখী, নাচায় তাণ্ডব ঢেঁকি
রুদ্ধ ধমনীর অনুতাপে ক্রুদ্ধ অসুখ সে কি?