........নয় তো আমার ধ্বংসাবশেষ তোমার হবে
বুক জ্বলা শ্বাস, ক্ষতবিক্ষত রক্ত গোলাপ তোমার হবে
মরা জল পদ্ম, মহা কাব্যের শত পুত্রের শোক তোমার হবে
তোমার হবে রিক্ত ভূষণ,
শোষণের নির্জলা রাত, আহারের দারুণ খরা,
ভ্রষ্টার মলিন মুখ, স্রষ্টার দুর্যোগী বাজ ও বান
তোমার হবে
অকালে আঁকাল ধারি একালে নিত্য মহামারী
তোমার হবে
তুমি দারুণ নির্বিকারী।
তুমি রাজাধিরাজ তবুও যে আজ সেজেছো
পালের গোদা, টিকটিকি সেও ঠিক ঠিক বলে
শুধায় রক্ত সুধা,
নারী ছেঁড়া ধন হরে যে প্লাবন, কল্লোল ক্রন্দন,
তোমার হবে
যদি এই মানচিত্রের শিউলি ঝড়া স্বাধীনতাকে
রুখে দাঁড়াও থার্মাইড পারফিউমের গন্ধ দিয়ে,
তোমরা আবার পরাধীন হবে।