একবার পৃথিবীকে দেখো, শেষবার নয়
তবু আর একবার দেখো, দেখো অন্য চোখে
খুন আর কান্না নয়, বোমা আর বারুদ কিংবা
লাশের সারি অথবা রক্ত নয়, দেখো সবুজ
মানুষ দেখো, মানবতা, মায়া, ক্ষুধা, ক্ষুধার্ত দেখো।
একবার আমাদের দেখো, কবিদের দেখো,
নারী ও শিশুদের দেখো, মানুষদের দেখো,
আর একবার পৃথিবীকে দেখো, শেষবার নয়
তবু আরেকবার পাখিদের দেখো, কাঁটাতার,
সাবমেরিন, যুদ্ধ জাহাজ, মিসাইল দেখো না,
সীমানা প্রাচীর, সেনাপ্রতিদের নীল নকশা দেখো না।
আমাদের দেখো, আমরা মৃত্যুতে হাঁপিয়ে গেছি,
আমাদের দৃষ্টি আটকে আছে পারমাণবিক অস্ত্রে,
আমাদের জীবনে থমকে আছে রক্ত পোড়ার গন্ধে,
এবার আমাদের দেখো, এখন আমাকেই দেখো।