পৃথিবীর এই সময় টা বড় অদ্ভুত, বড়..........
এখানে কুকুরে কুকুরে প্রেম হয় কিংবা
বিড়ালে বিড়ালে, পাখিতে বা গাছে গাছে,
মাছের সাথে মাছের প্রেম হয়, হয় জলের।
নক্ষত্রের সাথে নক্ষত্রের মিলন গগনে,
অথচ মানুষে মানুষে, দুর্গম আল পথ, সুরঙ্গের
মতো প্রেমহীন গুইসাপ, নিঃশব্দে পারাপার,
পাতার মতো ঝরে যায় রক্তাক্ত রাজপথে।

পথে পথে, আমাদের, তোমাদের, ও তাদের
সকলের কঙ্কালে আঁকা হবে বুলেটের চিহ্ন।
ধানের পাতার ধূসর যেমন কৃষকের ঘুম কাটে,
যেনো মনে হয় চোখের পাতায় তাকালে এখন
ঢেউয়ের উপর শুয়ে আছে সমস্ত আকাশ
দুরন্ত পায়ের নুপুরের অভিশাপে।

চোখের নিচের কালি, আরো যতো কালো
মলিন, বিষাদ, ব্যথা, ব্যাধি, ভার
এখন এ সময়, সকল বুঝি শুধু পতাকার?
এ সময় শুধু হারাবার, একদিন সব হারায়.....
ধনী ধন হারায়, মানি মান হারায়, জ্ঞানীর জ্ঞান
মাটি গাছ হারায়, জল মাছ হারায়,
নদী কুল হারায়, মানুষ তার জয় হারায়
এই এ সময় জন্ম-ই যেনো চূড়ান্ত পরাজয়।