এক ম্লান বাতাসের, বৈরি, নিঃপ্রাণ বিকালে
আমরা মুখোমুখি হবো,
ভূলের বায়ুবিক বিস্ফোরণে হৃদয় ভাঙার
অমূলক শব্দের হাঁকাহাঁকি অর্থহীন
বুলেটে বিদ্ধ এইসব যুবকের মৃত্যুর কাছে,
আমাদের কথা হবে খুনের কাঁটাতার নিয়ে।
এখন ছেঁড়া সম্পর্কের তীব্র ব্যাথায় কাতর
পৃথিবীর সমস্ত যুবকের বাইশ থেকে ত্রিশ,
আমার একত্রিশ দুমড়ে মুচড়ে যাওয়া স্তম্ভ
নিয়ে আর কোন অভিযোগ নয়,
সাঁজোয়া যান থেকে ফেলে দেয়া অর্ধ মৃতের
দেহের প্রয়োজনের অপ্রয়োজনীয়তা নিয়ে
আমারা আবার মুখোমুখি হবো।
তুমি ব্যর্থ হয়েছো স্বার্থের প্রয়োজনে
আমি শূন্য হয়েছি প্রেমের দৈন্যতায়।
আমাদের বিরহ আহত হয়েছে
মৌমিতার ব্যর্থ চিৎকারে,
মন্দিরের ধংসস্তুপে মস্তক ছিন্ন মূর্তির বিষণ্ণতা
নিয়ে আমরা মুখোমুখি হবো।