তুমি প্রথম বর্ষা রাত,
অবিরাম ছন্দিত রিনিঝিনি শব্দ।
প্রেমে পড়া কিশোরের কবিতার খাতা।
তুমি শরতের নীল আকাশ,
বিস্তৃত ক্যানভাসে আঁকা সীমাহীন মেঘচিত্র।
সেতারার তারে তোলা সুরেলা ঝংকার।
তুমি গাঁয়ের নবান্ন,
ক্লান্ত, গর্বিত কৃষকের ঠোঁটে স্ফীত হাসি।
নেয়ে আসা সপ্তাদশীর এলোকেশ।
তুমি কুয়াশা ঘেরা শীতের চাদর,
বালকের হাতে খেজুর রস, আর তৃপ্ত হাসি।
মায়ের মমতা মাখা পিঠেপুলি।
তুমি বাসন্তী কোকিল,
দখিনা হাওয়ার আগমনী বার্তা।
বিমর্ষ প্রকৃতির ঠোঁটে মিষ্টি হাসি এঁকে দেয়া রঙিন বসন্ত।
তুমি ঈশান কোণের মেঘ,
হঠাৎ কালবোশেখী,
দুরন্ত বালকের থলে ভরা কুড়োনো আম।