ডাগর চোখে জন্ম কাজল।
কেশ যেন তার আঁধার কালো,
ঈশানকোণে মেঘের আঁচল।
ঠোঁটের কোণে মিষ্টি হাসি।
অশীতিপর বৃদ্ধ যেন প্রাণ ফিরে পায়,
যুবক হৃদের বুক ধুকপুক, গলায় ফাঁসি।
নাকটা দেখ পাতার বাঁশী।
ঐ দেখ, ঐ মুখ লুকুচ্ছে,
কে? আরে ঐ আছেনা, রোমের অধিবাসী।
মুখটা যেন পূর্ণিমাচাঁদ।
দুধে-আলতা, তরল সোনা,
বাহ! কি উপমা! জয়ধ্বনি দাও, জিন্দাবাদ।
হাসছে দেখ, মুক্তোঝড়া।
ঠিক যেন কাঁচের চুড়ি, রিনিঝিনি,
টাপুরটুপুর টিনের চালে বৃষ্টিধারা।
বাহুতো নয় সজনে ডাঁটা।
ঠিক জানো তো? মঙ্গল তীর নয়!
তরুণ বুকে তীক্ষ্ণ কাঁটা?
ভাবছো সে কে?
আহা! বাস্তবে নয়,
মধ্যরাতে স্বপ্নে আসা আহ্লাদী এক অপ্সরা।
......................................................................................................
সেপ্টেম্বর ১০, ২০১৭।