ফেরিওয়ালা
হেলাল হাফিজ
==========================

কষ্ট নেবে কষ্ট  
হরেক রকম কষ্ট আছে,
কষ্ট নেবে কষ্ট !  
  
লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট  
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,  
আলোর মাঝে কালোর কষ্ট  
‘মালটি-কালার’ কষ্ট আছে  
কষ্ট নেবে কষ্ট ।  
  
ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট  
দাড়ির কষ্ট  
চোখের বুকের নখের কষ্ট,  
একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে  
কষ্ট নেবে কষ্ট ।  
  
প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট  
অনাদর ও অবহেলার তুমুল কষ্ট,  
ভুল রমণী ভালোবাসার  
ভুল নেতাদের জনসভার  
তাসের খেলায় দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে  
কষ্ট নেবে কষ্ট ।  
  
দিনের কষ্ট রাতের কষ্ট  
পথের এবং পায়ের কষ্ট  
অসাধারণ করুণ চারু কষ্ট ফেরীঅলার কষ্ট  
কষ্ট নেবে কষ্ট ।  
  
আর কে দেবে আমি ছাড়া  
আসল শোভন কষ্ট,  
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন  
আমার মত ক’জনের আর  
সব হয়েছে নষ্ট,  
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট ।