তুমি সেই বহ্নিলতা।
শিল্পীর পটে আঁকা মাস্টারপিস।
নিঃশেষে মিলিয়েছ সে কবেই।
তবু রয়ে গেছ বিমূর্ত স্মৃতির মানসপটে।
হৃদয় গহীনে আজো যত্ন করে রেখে দিয়েছি তোমার স্মৃতিগুলো।
তোমার আভায় হয়েছিলাম উদ্ভাসিত,
উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে হারিয়েছি আসীমে।
একাকীত্বের ব্ল্যাকহোলের দিকে এগুচ্ছি প্রতিনিয়ত।
সীমাহীন শূন্যতায় আজ আমি মৃতপ্রায় উপগ্রহ।