বরং আমি আমিই হয়ে যাবো,
সাত-সকালে, খুব ভোরেতে প্রথম ডাকা সেই পাখিটি হবো।
বরং আমি আমিই হয়ে যাবো,
আগুনঝরা ভর দুপুরে ঈশান কোণে কালবোশেখী হবো।
বরং আমি আমিই হয়ে যাবো,
সন্ধ্যেবেলা পূব-আকাশের ব্যতিক্রমী শুকতারাটা হবো।
বরং আমি আমিই হয়ে যাবো,
টগবগে এক ঘোড়ায় চড়া মধ্যরাতের অশ্বারোহী হবো।
বরং আমি আমিই হয়ে যাবো,
কল্পকথার অচিনপুরে দৈত্য বধের মহানায়ক হবো।
বরং আমি আমিই হয়ে যাবো,
তরুণ দেহে ধুঁকতে থাকা বৃদ্ধ এই হৃদয়কে বদলাবো।
বরং আমি আমিই হয়ে যাবো,
অহেতুক এই কৃত্রিমতার খোলস ছিঁড়ে একদিন ঠিক বেরোব।
................................................................................
০৯ জানুয়ারি ২০২০