ভালোর জয় হোক দূর হোক মন্দ
জীবন খুঁজে পাক চলার ছন্দ।
পৃথিবীতে হয় না কেউ চিরসুখী
অযথাই মন কেন হবে তবে দুখী?
প্রাণ খুলে হাসো দূর করো চিন্তা
নেচে ওঠো তালে তালে তা ধিন দিন তা।
কবিতাটি ২০১০ সালে প্রথম আলো ব্লগের উদ্যোগে প্রকাশিত " অনুভূতির ভগ্নাংশ " ই- গ্রন্থে প্রকাশিত হয়েছিলো।