টুনি এখন হয়েছে বড়
পড়ছে এবার ফোরে।
সন্ধ্যা হলেই বই নিয়ে
পড়তে থাকে জোরে।
হঠাৎ সেদিন বাপকে বলে
বলো তো বাবা দেখি
এতো এতো মুখস্ত করে
শিখছি আমি কি?
আমি তো চাই বুঝে পড়বো
লিখব নিজের ভাষায়।
বলছে টিচার তা করলে
ফেল করাবে আমায়।
প্রশ্ন শুনে থ হয়ে যায়
নিরুত্তর বাবা।
শিক্ষায় দেশ এগিয়েছে
মারহাবা! মারহাবা!