কি আছে গল্পে
ভাল করে জানি না।
বই এর মলাট দেখে
করি সমালোচনা।

গুগলে সার্চ দিয়ে
জেনে যাই সত্য।
রোগ ধরে রুগীদের
দেই ঔষধ আর পথ্য।

চোখের ডাক্তার 
পরে যদি চশমা।
জুড়ে দেই তার নামে
ভন্ডের তকমা!