একজন কবি শব্দের দিগন্ত বিস্তারী বিপুল আয়তন জঙ্গলে ঢুকে পড়ে
কোন অভিজ্ঞ মধু আহোরনকারীর মত
চিনে নেয় কাঙ্খিত শব্দ কলি।
সে জানে, কোথায় লুকানো থাকে
জীবনের শুভ্র বোধের প্রেরণা।
তারপর
গেঁথে গেঁথে তৈরী করে একটি মালা।
ফেলে দেয় পথে
সেই মালার প্রতিটি শব্দ কলিতে
শব্দার্থ ঘুমিয়ে থাকে
যদি কখনো কোন পথিক
অবহেলায় কুড়িয়ে নেয়
নিজের মত করে ফুটিয়ে তুলতে পারে এক একটি শব্দার্থের ফুল।