রূপকথা মানুষের কল্পিত গল্প।
সত্য কি আছে তাতে অল্প স্বল্প?
রূপকথা বলে ছিলো গল্পের ছলে
কোনটা মিথ্যা কোনটা সত্য।
রূপকথা চিনিয়ে ছিলো সমাজে
আছে কিছু এক চোখা দৈত্য।
গাছের মগ ডালে বসে
যে বেঙমা আর বেঙমি
বলে ছিলো জ্ঞানের কথা।
আড়িপেতে শুনে দেখ
পাবে জীবনের সফলতা।
রূপকথা দিয়ে ছিলো টগবগে
এক পঙ্খিরাজ ঘোড়া।
সে যেন আত্ন বিশ্বাস তোমার
যা কে পেলে শিখবে তুমি
অবলিলায় আকাশে ওড়া।
রূপকথা বলে ছিলো সেই সুখী
মানুষের গল্প। ছিল যার কুড়ে ঘর
আর একটি মাত্র পোশাক।
রূপকথা পড়ে এটাও শিখবে
আলগা পুচ্ছ লাগিয়ে
ময়ুর হওয়ার বাসনা করে ছিল
কোন এক দাঁড় কাক।
রূপকথায় ছিলো ভয়ানক রাক্ষস
হিংসা লোভের দানব
খাচ্ছে বসে সবুজ তোমার অন্তর।
এক নি:স্বাসে কাজল দিঘিতে ডুবে
সিন্দুক খুলে খুঁজতে হবে
লুকানো সেই প্রাণ ভ্রমর!
রূপকথা বলে
ভুল বোঝাবুঝি শেষে
আসবে আবার সুখ শান্তি।
থাকবে সবাই চির শান্তির দেশে।
রূপকথা সমাজের চিরন্তন ছবি।
রূপকথা থেকে প্রেরণা পেয়েছে
যুগে যুগে যত সাহিত্যিক আর কবি।