জীবন এক প্রবাহিত নদীর মত
সবাই এক একটি  ভাসানো ভেলা।
দুই পাড়ে রাখা আছে
চোখ ধাঁধানো দৃশ্যের মেলা।

যেতে যেতে দেখে যায় শুধু
ঘাটে ঘাটে খেয়া তরী বাঁধা
কত না সুখ দু:খের খেলা।

কেউ থেমে যেতে পারে না
কেউ থেকে যেতে পারে না
সময় স্রোত ভাসিয়ে নিয়ে যায়
নিয়তির অদৃশ্য সুতোর টানে
অনন্ত সুমদ্র মোহনায়।

অত:পর চেয়ে দেখে একদিন
গোধুলী-জলে
ডুবন্ত সূর্যের রক্তিম আভা
ফুরিয়ে আসছে বেলা।