বরফ আচ্ছাদিত শহরে
আচমকা একদিন এলো
এক অচেনা পর্যটক।
বইছিলো তুমুল তুষার বৃষ্টির ঝড়
পাতাহীন গাছগুলো ছিলো একা
শহরময় রাস্তাগুলো ছিলো ফাঁকা
কেউ ছিলো না দাঁড়িয়ে
তাকে অভিবাদন করার।
সাদা বরফের শুভ্র রঙে ঢাকা ছিলো
সব বাড়ি-ঘর
অধিবাসিরা
খিল আটকানো নিরাপত্তায় এবং
ফায়ারপ্লেসের উষ্ণতায়
কফি পানে নিয়োজিত।
কেউ কেউ ঈষৎ কৌতহলে
ঘোলা কাঁচের ভিতর থেকে
তাকিয়ে ছিলো এক আধবার।
ল্যাম্পপোষ্টে বাতি জ্বলছিলো কিছু
অপর্যাপ্ত আলো নিয়ে।
পর্যটক কোথাও দাঁড়ায় নি
কোন দরজায় টোকা দেয় নি
নিজের মত হেঁটে চলে গেছে
নিস্তব্ধ শহরের অন্য প্রান্তের দিকে।