কবি, তুমি কি পারো?
কথার কর্ষনে ফোটাতে
পারিজাত ফুল
ফিরিয়ে দিতে পৃথিবীর
হারিয়ে যাওয়া বিস্মৃত ফাল্গুন।
কবি, তুমি কি পারো?
কবিতার বৃষ্টিতে নেভাতে
যত বঞ্চিতের সঞ্চিত
দাউ দাউ ক্ষোভের আগুন।
কবি, তুমি কি পারো?
শান্তির অমিয় বাণীতে
যুদ্ধবাজদের করে দিতে
পোষা পাখির মত শান্ত।
কবি, তুমি কি পারো?
পথ দেখাতে তাদের
যারা গন্তব্যে পৌঁছতে চেয়ে
হয়ে গেছে দিকভ্রান্ত।
কবি, তুমি কি পারো?
তোমার কথার শক্তিতে
দিতে ভীষন প্রবল ধাক্কা।
যেন নিজেরাই ওরা
ভেংগে গুড়িয়ে দেয়
ক্যারিবিয়া, থ্রি জর্জেস, ফারাক্কা।
কবি, তুমি কি পারো?
তোমার সম্মোহনী কথায়
নিস্কৃয় করে দিতে
একে অন্যের দিকে তাক করা
কামান, রকেট, মিসাইল।
কবি, তুমি কি পারো?
সবুজ শ্যামল শব্দে
বানাতে ঘন বন্য অরণ্য
মাইলের পর মাইল।
কবি, তুমি কি পারো?
সুর সংগীতে মূর্ছনায়
ভেঙ্গে দিতে
সুউচ্চ ভবনের আবদ্ধ যত
কাঁচের দেয়াল।
কবি, তুমি কি পারো?
বজ্র কঠিন ভাষায়
করতে রুদ্ধ
পরিবেশ নষ্টকারীদের
আজব ফন্দি খেয়াল।
কবি, তুমি কি পারো?
কথার অমিয় নির্জাসে
জীবনের দুঃখকে
হাসি মুখে করতে জয়।
কবি, তুমি কি পারো?
মিথ্যার ছায়া দানব
দু পায়ে পিষ্ঠ করে
হেটে যেতে নির্ভয়।
যদি না পারো
কেন লিখ মিছে কবিতা?
কেন করো শব্দের অপচয়।
তুমিতো করছো নিখুঁত
'কবি' হবার অভিনয়!