প্রকাশ হতে কে না চায়?
সুপ্ত কলি গুটিয়ে থাকে
আলোর পরশ পেলে সে
রঙিন ঐ ফুল ফোটায়।

রুদ্ধ হৃদে তপ্ত দাহ
যখন সঘন মেঘ জমায়
রিমঝিম শব্দ নিয়ে
শব্দ কথার বৃষ্টি ঝরায়।

নিঝুম ঐ অরণ্য
অন্ধকারে দাঁড়িয়ে ঠায়
জমিয়ে রাখে কথা তার
জীর্ন মলিন ঝরা পাতায়।

জলের কথা যায় শোনা
সরোবরের ঢেউ দোলায়।
পাষান পাথর পড়তে গিয়ে
আর্তনাদের আওয়াজ শোনায়।

স্রোতস্বিনী ঝর্না নদী
বলে কথা নিজ ভাষায়।
পাখ পাখালি প্রজাপতি
থাকে না তো নীরবতায়।

যখন কেউ দু:খে ভাসে
কিংবা সুখের স্পর্শ পায়
তখন মনে ভাবনা ফোটে
প্রকাশ হতে ছটফটায়।

কিন্তু জানো? কথার চেয়ে
মর্ম বেশি হয়ত কিছু না বলায়।
ঘোলা জলে যায় কি পাওয়া
ফারাকটা ঐ সত্য মিথ্যায়!

মিথ্যার রঙ থিতু হয়
শব্দ বিহীন নীরবতায়।
স্বচ্ছ বলেই আসল নকল
বুঝতে তখন পারা যায়।

সত্যের রুপ ধরা পড়ে
মৌন চিত্তের আয়নায়।
নিস্তরংগ প্রতিচ্ছবি ভাসে  
স্বচ্ছ জলের কিনারায়।