ভেবে দেখেছ কি?
একই ঘরে জন্ম
একই পরিবারে বড় হওয়া
একই স্কুল, পরিবেশ।
তবুও কেন দুই ভাই দু রকম?
ভিন্ন তাদের খাওয়া দাওয়া
ভিন্ন রকম বেশ।
এক জন চায় কবিতা
অন্যজন  গীটার
একজন  ক্রিকেট খেলে
অন্যজন ফুটবল।
এই রকম কেন হয়?


স্রষ্ঠা নিজেই সুপ্ত  প্রতিভা
মানুষকে দান করেন।
নিজেকে চিনতে তিনিইতো
সবাইকে সাহায্য করেন।
রেখেছেন তিনি প্রত্যেকের জন্যে
আলাদা আলাদা কিছু।
আলাদা সুযোগ এবং সম্ভাবনা।
তোমার আমার কাজটা হলো
আমিটার নিজস্বতাকেই চেনা।

আমরা ভুল করি অন্যের মত হতে চাই
অথবা নিজের মত অন্যকে গড়তে চাই
সমস্যাটা তখনই হয়।
কেউ কারো মত আসলে হতে পারে না
সবাই যার যার নিজের মত।


সব মানুষের ভেতর আগুন আছে
তাকে খুঁজে নিতে হবে।
তবেই তো সব আঁধার পেরিয়ে
আলোর ঝরনাটা ঝরবে।
মানুষ আসলে সবাই অনন্য
প্রত্যেকেই নিজের মত সেরা।