তোমার জন্ম ক্ষণে বোঝে নি কেউ
বোঝে নি অবুঝ ধরণী।
অসহায় জাতিকে দিয়ে যাবে তুমি
সেই খেয়া পারের তরণী।
হে সব্যসাচী, সাহসী কন্ঠে
গাইলে চির সাম্যের গান।
ছন্দে কবিতায় সংগীতে আছে
তোমার অতুলনীয় অবদান।
তুমি শেখালে বিদ্রোহ-প্রতিবাদ
শিকল পরার ছলে।
মন্ত্র তোমার সক্রিয় আছে
নিপীড়িত জনতার মনোবলে।
বাংলার আকাশে বিস্ময় এক
তুমি প্রজ্জলিত ধূমকেতু।
তোমার কালজয়ী সৃষ্টি
দুই বাংলায় গড়েছে অদৃশ্য সেতু।
বাঙ্গালীর মনে রবে অনিবার
সকলের প্রিয় নজরুল।
সবার কন্ঠের বিদ্রোহী কবিতা
তুমি হৃদয়ে গানের বুলবুল।